নিজের সুপারহিট কেরিয়ারে তিন খানের সঙ্গেই চুটিয়ে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। তবে এদের কাউকেই রনবীরের থেকে বেশি মনে ধরেনি তার। কফি উইথ করণের শো-য়ে তাই জানালেন কাজল।
কফি উইথ করণের সেটে শাহরুখ, সালমান, আমির, রনবীর ও হৃতিককে নিজের পছন্দমতো সাজাতে বলা হয়েছিল কাজলকে। কাজলের উত্তর, 'প্রথমেই রনবীর...ও সত্যিই দারুণ। দ্বিতীয় স্থানে আমির, শাহরুখ দুজনেই। তারপর সালমান'।
তবে শাহরুখকে তার মিডিয়ার সামনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতে চান কাজল। বলেন, আমি জানতে চাই কেন সবসময় শাহরুখ সত্যি কথা বলে? মানুষ মাঝে মাঝে সুন্দর করে সাজানো মিথ্যা শুনতে পছন্দ করে।
তুতোবোন রানির কাছে জানতে চান কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন। একই প্রশ্ন রয়েছে আদিত্য চোপড়ার কাছেও। বোনের বিয়ে নিয়ে চিন্তিত হওয়ার পাশাপাশি নিজের স্বামীর সঙ্গে বেশি সময় কাটাতে না পারার দুঃখও রয়েছে তার। বললেন, আমি অজয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই না। একদিন সত্যিই ওকে নিয়ে রোম্যান্টিক ডেটে যাওয়ার ইচ্ছা রয়েছে।
আগামী ১৬ মার্চ সম্প্রচারিত হবে কফি উইথ করণের এই পর্ব। কাজলের সঙ্গে থাকবেন তার তুতো ভাই পরিচালক অয়ন মুখার্জি।