বছরের শুরুতে বলিউডের দুই বিকিনি কন্যা সোনাম কাপুর ও নার্গিস ফাকরি। দুজনেই তাদের সিনেমায় বিকিনি পরে শিরোনামে এসেছেন। সেই বিকিনি এখন তাদের দু'প্রান্তে দাঁড় করিয়েছে। বিকিনি বার্তায় খুব অভিমান করেছেন অনিল কাপুর কন্যা সোনাম। অন্যদিকে, বিকিনি পরে দারুণ খুশি নার্গিস।
সোনাম বিকিনি পরেছেন 'বেওয়াকুফিয়া' সিনেমায়। আর নার্গিস পরেছেন 'ম্যায় তেরা হিরো' সিনেমায়। কিন্তু সোনামের বিকিনির পরার খবর নিয়ে এক মিডিয়া রিপোর্টে খুব চটে গিয়েছেন সোনাম। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে সততার মূল্য দিতে জানে না বলে আক্ষেপ প্রকাশ করেন স্টাইলিস কাপুর কন্যা।
আসলে 'বেওয়াফুকিয়া' ছবিতে সোনমের বিকিনি পরা নিয়ে ক'দিন ধরেই জোর আলোচনা চলছে। এক সংবাদপত্রে রিপোর্টে লেখা হয়েছে, সোনমের বাবা অনিল কাপুর বলেন, 'বেওয়াকুফিয়া ভালো চলছে, কারণ ছবিতে তার মেয়ে বিকিনি পরেছেন'। এমন রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা দাবি করে সোনম বলেছেন, 'ফিল্ম ইন্ড্রাস্টিতে সততার মূল্য নেই'।
এদিকে, 'ম্যায় তেরা হিরো' ছবিতে নার্গিস ফাকরির বিকিনি নিয়ে জোর আলোচনা। নার্গিশের এই বিকিনির ডিজাইনার কে তা নিয়ে রীতিমত জল্পনা চলছিল। নার্গিশ সেই জল্পনায় জল ঢেলে বললেন, এই বিকিনিটা তার নিজের। সিনেমা যে বিকিনিটা তিনি পরেছেন, নিজে নাকি এক শপিং মল থেকে এই বিকিনি কিনেছেন নার্গিস। ছবির প্রচারে বেরিয়ে মার্দাস কাফে খ্যাত এই নায়িকা নিজেই একথা জানিয়েছেন।