'টারমিনেটর' খ্যাত অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগার বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "যেদিন কোনো ভালো স্ক্রিপ্ট এবং একজন ভালো ও মজার পরিচালক পাবো সেদিনই বলিউডে কাজ করবো। আমি বিশ্বের বেশির ভাগ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেছি। তাই বলিউডে কাজ করতেও আমার কোনো আপত্তি নেই।"
তিনি আরও বলেন, " আমি চাই যে ছবিতে কাজ করবো তাতে যেন কোনো ম্যাসেজ বা বার্তা থাকে। আর ওই ছবি যেন সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। আর যেটা চাই সেটা হলো ছবিটি নিয়ে যেন ভালো সাড়া পাই।"