বেশ উত্তেজনা নিয়ে বক্স অফিসে এন্ট্রি নিয়েছিল সানি লিয়নের এমএমএস টু। কিন্তু বক্স অফিসে সে উত্তেজনায় ভাঁটা পড়ছে দিন দিন। একতা কাপুরের এই নতুন ‘রাগিনি এমএমএস টু’ দেখে সমালোচক থেকে শুরু করে দর্শক সবাই নিন্দেতে মজে উঠেছে। সানির অভিনয় নিয়ে সমালোচনার ঝড় চারিদিকে।
বলিউডের প্রথম হরোক্স রাগিনি এমএমএস টু আপাতত দর্শকের প্রশংসার বদলে বদনামই কুড়োচ্ছে। আর এই ক্রাইসিস মোমেন্টেই একতার ঘরে এন্ট্রি নিলেন মার্কিনে আরেক পর্নস্টার শান্তি ডায়নামাইট!
বালাজি ফিল্মসের অফিসে সব্বার মুখে একটাই প্রশ্ন- শান্তি কেন এখানে? প্রায় দু’ঘণ্টা ধরে চলা শান্তি-একতার আলাপচারিতার পরেও স্পষ্ট উত্তর নেই কারও মুখে।
একতার ঘনিষ্ঠমহল থেকে জানা গেছে, 'রাগিনি এমএমএস টু' ছবি দেখার পরেই একতার অফিসে শান্তির হানা। প্রথমে শান্তি সঙ্গে একতা দেখা করতে না চাইলেও, নাছোড়বান্দা শান্তি একতার সঙ্গে কথা বলেই বাড়িতে ফেরেন।
আরও জানা গেছে, একতার সঙ্গে আলাপচারিতায় শান্তি তুলোধনা করেছেন সানি লিয়নের। এমনকি একতাকে বলেছেন, সানির চাইতে তিনি অনেক ভালো অভিনেত্রী ও অনেকবেশি উত্তেজক। পরর্বতী ছবিতে কাজ চেয়ে শান্তি আবদারও করেছেন একতার কাছে।
তবে একতা ছবিতে শান্তিকে চান্স দেওয়ার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ না নিলেও, আপাতত প্রতিশ্রুতিই দিয়েছেন৷