মেটাল ব্যান্ড মেটাল মেইজ এবার একটি ইপি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ব্যান্ডের নামেই এই অ্যালবামেরও নাম 'মেটাল মেইজ'। অ্যালবামে মোট গান থাকছে তিনটি। গানগুলো হলো 'সভ্যতা', 'রণহুঙ্কার' ও 'শ্রেষ্ঠত্ব'। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছে মেটাল মেইজ। ব্যান্ডের এই অ্যালবামের গানগুলোও মেটালধারার। তবে গানের সুর ও সংগীতে নতুনত্ব থাকছে। একেবারেই নতুন এক সাউন্ড পাবেন শ্রোতারা। ইপি অ্যালবামটি সিডি আকারে ২৯ মার্চ প্রকাশ হবে ইনকার্সন মিউজিকের ব্যানারে।