নির্মাতা সঞ্জয় লীলা বানশালির প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ প্রেম একজন নির্মাতার প্রতি অভিনয়শিল্পীর প্রেম। তিনি মুখিয়ে আছেন বানশালির ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু কিছুতেই ব্যাটে-বলে হচ্ছে না। শেষ পর্যন্ত বোধহয় প্রিয়াঙ্কার শখ মিটতে যাচ্ছে। বানশালির 'বাজিরাও মাস্তানি' ছবিতে নায়িকা হিসেবে তাকে দেখা যেতে পারে। এ ছবিতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু তিনি রাজি হননি। তাই কাজ বন্ধ রেখেছিলেন বানশালি। এখন আবার শুরু করছেন নতুন উদ্যমে। আর এবার নায়িকা হিসেবে প্রিয়াঙ্কাই তার প্রথম পছন্দ। আর এতে বাজিরাও চরিত্রে থাকছেন অজয়, কাশিবাঈ প্রিয়াঙ্কা।