অসহায় মেয়েশিশুদের পাশে দাঁড়াতে দেখা যাবে মৌসুমীকে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুশফিকুর রহমান গুলজার নির্মাণ করবেন চলচ্চিত্র 'মন জানে না মনের ঠিকানা'। এতে ব্যারিস্টার চরিত্রে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রে একজন আইনজীবী হিসেবে মেয়েশিশুদের নানা প্রতিকূলতা থেকে উদ্ধারে ভূমিকা রাখতে দেখা যাবে মৌসুমীকে। ব্যক্তি জীবনেও জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে সাধারণ মানুষের কল্যাণ করে যাচ্ছেন মৌসুমী। এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে সমাজ-সচেতন ও বিনোদনমূলক এই চলচ্চিত্রের শুটিং। এতে একজোড়া নতুন মুখ উপহার দেবেন বলে জানান নির্মাতা। মৌসুমী বলেন, 'সচেতনতামূলক গল্পে অভিনয় করছি। তাই ভালো লাগছে বেশ।'