বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ভাসছে মা হচ্ছেন বিদ্যা বালান। গেল সপ্তাহে 'কাহানি' ছবির নির্মাতা সুজয় ঘোষের নতুন ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পরই বিদ্যার মা হওয়ার গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে। এর আগে মহেশ ভাটের 'হামারি আধুরি কাহানি' ছবিতেও অভিনয় করবেন না বলে খবর হয়েছিল। কিন্তু সব গুজবে জল ঢেলে সম্প্রতি অভিনয়ে সম্মতি দিয়েছেন বিদ্যা। আর এর মাধ্যমেই মা হওয়ার গুঞ্জনের ইতি টানলেন বলিউডের এই অভিনেত্রী। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বাই ফিরেছেন বিদ্যা। দেশে ফেরার পর পরই মহেশ ভাটের সঙ্গে দেখা করে দীর্ঘ সময় আলাপ-আলোচনা শেষে 'হামারি আধুরি কাহানি' ছবিতে অভিনয়ের জন্য রাজি হন তিনি।