দেশীয় চলচ্চিত্র ভাণ্ডারে আরেকটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যোগ হলো। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিত্র পরিচালক মনসুর আলী নির্মাণ করলেন '৭১-এর সংগ্রাম'। লন্ডন প্রবাসী এক মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ করেন '৭১-এর উত্তাল দিনগুলোর কথা। সঙ্গে রয়েছে প্রেম-বিরহ-বিচ্ছেদের গল্প। অনুপম খের, রুহী, আমান, সুব্রত, অনন্ত হীরা এ চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ২৮ মার্চ মুক্তি পাচ্ছে '৭১-এর সংগ্রাম'। মঙ্গলবার চলচ্চিত্রটির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ আজাদ রহমান, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, আবু সাইয়িদ, খালিদ মাহমুদ মিঠু, সংগীত পরিচালক ইমন সাহা, লেজার ভিশনের এমডি মাজহারুল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটিতে একটি থিম সংসহ সাতটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আরমিন মুসা। গানে কণ্ঠ দিয়েছেন নাশিদ কামাল, কণা, আরমিন মুসা, নোলক বাবু, রাজু ও জানিতা আহমেদ। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।