অমিতাভকে পাকিস্তানে বেড়াতে যাওয়ার জন্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী চৌধুরী সুজাত হুসাইনের নিমন্ত্রণ করেন। পাকিস্তানে বেড়াতে যাওয়ার জন্য দেশটির সাবেক প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ গ্রহণ করেছেন অমিতাভ বাচ্চন।
ঘটনা হল, অমিতাভ বচ্চনের মায়ের পূর্বপুরুষদের আদি বাসস্থান পাকিস্তানের লিয়ালপুর (বর্তমান ফয়সালাবাদ)। তিনি লাহোর সরকারি কলেজে পড়াশোনা করেছেন। অমিতাভের নানা ছিলেন করাচির স্বনামধন্য আইনজীবী। তিনি পাঞ্জাব সরকারের শুল্ক বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
অমিতাভ বাচ্চনকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে সুজাত হুসাইন উল্লেখ করেছেন, 'যেহেতু আপনার মা পাঞ্জাবের ফয়সালাবাদে জন্ম নিয়েছেন ও বেড়ে উঠেছেন, আপনার এখানে বেড়াতে আসা উচিত। দেখে যাওয়া উচিত তিনি কোথায় থাকতেন। আপনার এই সফর হয়তো দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক আরো ভালো করবে।'
নিমন্ত্রণের জন্য সুজাত হুসাইনকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে বিগ বি বলেছেন, বিষয়টি তিনি মাথায় রাখবেন এবং সময় ও সুযোগমতো পাকিস্তানে বেড়াতে যাবেন। এছাড়া পাকিস্তান নিয়ে বেশ কিছু হৃদয়গ্রাহী স্মৃতি রয়েছে উল্লেখ করে পাকিস্তানি ভক্তদের কথাও চিঠিতে উল্লেখ করেন বলিউড চলচ্চিত্র জগতের এই সম্রাট।