কখনও সলমনের 'দাবাং' প্রেমিকা, তো কখনও অক্ষয়ের লড়াকু হিরোইন। কখনও শাহিদের কাপুরের রাজকুমারী, আবার কখনও নিজেকে একেবারে পাল্টে নিয়ে মিষ্টি পাখির 'লুটেরা' রোম্যান্স।
শত্রুঘ্ন কন্যা সোনাক্ষি এখন যেন বলিউডের তুরুপের তাস। তিনি ছবিতে থাকলেই ছবি কোটি টাকার ক্লাবে। তাই তো সোনাক্ষির লেডি লাককে ক্যাশ করতে শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও তাকে নেওয়ার জন্য পরিচালকদের লম্বা লাইন।
তবে সোনাক্ষি সব্বাইকে হ্যাঁ করার মেয়ে নন, কিন্তু ছবিতে তার বিপরীতে যদি রজনীকান্ত থাকেন, তখন সোনাক্ষি না করবেন কোন ছুতোয়!
এখানেও একটু কথা আছে, শুধুই রজনীকান্তের জন্য নয়, ছবির এক্সপেরিমেন্টাল চরিত্র দেখেই নাকি সোনাক্ষি রাজি হয়েছেন তামিল ছবিতে অভিনয় করতে।
জানা গেছে, তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক রবিকুমারের নতুন ছবিতে সোনাক্ষিকে দেখা যাবে চল্লিশ বছর বয়সী এক মধ্যবয়স্কা নারীর চরিত্রে। ছবিতে ডবল রোলে দেখা যাবে রজনীকান্তকে। রয়েছেন অনুষ্কা শেট্টিও।
চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং।