বিতর্ক এবং অাঁখি- শব্দ দুটো সমার্থক হয়ে গেছে। একের পর এক 'বিতর্ক' ঘুরছে সংগীতশিল্পী অাঁখি আলমগীরকে কেন্দ্র করে। একাধিক প্রেম, একাধিক বিয়ে, বিদেশে গিয়ে উচ্ছৃঙ্খলা এবং নগ্ন ভিডিওর মতো ভয়ঙ্কর বিতর্ক ছড়িয়ে পড়ছে তার নামে। তবে সম্প্রতি নগ্ন ভিডিওর 'বিতর্ক' বেশি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইন্টারনেটেও এ নিয়ে বেশ আলোচনা। পাশাপাশি কিছু অনলাইন নিউজ পোর্টাল অাঁখির ভিডিও নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশ করছে। এর আগেও অাঁখিকে নিয়ে নগ্ন ভিডিওর খবর ছড়িয়েছিল। কিন্তু তখন ভিডিওর কোনো সত্যতা পাওয়া যায়নি। এবার জোর দিয়ে ছড়ানো হচ্ছে ভিডিও বিতর্ক। অনেকের মোবাইলেও নাকি পাওয়া যাচ্ছে এ ভিডিও। এ নিয়ে অাঁখির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তিনি আমেরিকায় আছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র। তবে অাঁখির সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন কয়েকজন শিল্পী দাবি করেছেন, অাঁখির কোনো নগ্ন ভিডিও নেই। এসব বাজে রটনা। নিশ্চয় কোনো একটি চক্র অাঁখির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এসব খবর ছড়াচ্ছে।
অাঁখির যেমন পক্ষের মানুষ আছে, তেমনি বিপক্ষেরও অনেকে আছে। বিপক্ষ শিবির বলছে, শিল্পী তো আরও অনেকেই আছে। তাদের নিয়ে তো এমন খবর ছড়ায়নি। অাঁখিকে নিয়ে কেন? যা কিছু রটে তার কিছু না কিছু তো বটে...।
অাঁখির প্রথম সংসার টিকেনি। এরপর তার আরও একাধিক বিয়ের খবর বেরিয়েছিল। আর একাধিক প্রেমের বিতর্ক সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে। বিদেশে গিয়ে উচ্ছৃঙ্খল জীবন-যাপনের খবর তো বটেই, প্রচুর ছবিও ইন্টারনেটে ছড়িয়েছে। এর আগে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ফোনে কটু কথাও শুনেছেন। তার অর্থ উপার্জনের উৎস নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সব মিলিয়ে অাঁখি সবসময়ের জন্য 'বিতর্কিত' শিল্পী। তবে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছিলেন ১৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় জড়িয়ে। অাঁখির বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল কোর্টে ১৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছিলেন প্রবাসী তৌহিদ সিদ্দিকী রুশো। তিনি দাবি করেছিলেন, অাঁখি আরিয়া নামে যে কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন তার পিতা ছিলেন তিনি।
এত বিতর্কের পরও অাঁখি নিজের মতোই পথ চলছেন। তবে এখন দেখার বিষয়, নগ্ন ভিডিওর যে খবর ছড়িয়েছে তা কতদূর পর্যন্ত গড়ায়।