গতকাল নৃত্যাঞ্চলের উদ্যোগে 'আন্তর্জাতিক নৃত্য দিবস' পালিত হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈচিত্র্যময় নাচের এক মনোজ্ঞ নৃত্যমালা উপহার দিয়েছে নৃত্যাঞ্চল। প্রথমে নৃত্যাঞ্চল স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের মনোমুঙ্কর নৃত্য পরিবেশিত হয়। ছোট্ট শিশুরা নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে প্রজাপতির মতো নেচে নেচে নাচ পরিবেশন করে। এরপর 'নৃত্যাঞ্চল গ্রুপের' শিল্পীরা ধ্রুপদী, ফোক, সৃজনশীল, আধুনিক ও ফিউশনধর্মী বৈচিত্র্যময় নৃত্য পরিবেশন করেন। নৃত্যগুলো কোরিওগ্রাফি করেছেন ড. মহুয়া মুখার্জি, ড. তরুণ প্রধান, শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ, ড. সোমা মুমতাজ, স্বপন মজুমদার, সারোয়ার আহমেদ, জামাল আহমেদ লাভলু, আইরিন পারভীন, শাম্মী ইয়াসমিন ঝিনুক ও অন্যরা।
অনুষ্ঠানে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের তাৎপর্য ও এবারের বাণীর মর্মকথা তুলে ধরেন নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। নৃত্যাঞ্চল স্কুলের প্রায় ২০০ ছাত্রছাত্রী ও গ্রুপের ৫০ জন নৃত্যশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।