'মুক্তিযুদ্ধে বিপর্যস্ত মানুষের' কাহিনী নিয়ে ছবি 'জীবনঢুলী' দেশের প্রতিটি জেলায় দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কিনো আই ফিল্মস। জানানো হয়, মুক্তিযুদ্ধের কথা জানাতেই ছবিটি ৬৪ জেলায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, 'মুক্তিযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবর্গের মানুষেরা। বিশেষ করে হিন্দু পরিবারগুলো। তাদের সেই দুর্বিষহ জীবনের কিছুটা অংশ তুলে ধরেছি 'জীবনঢুলী'র মাধ্যমে।'
অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ওয়াহিদা মলি্লক জলি, তবিবুল ইসলাম বাবু, চিত্রলেখা গুহ, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।