দীর্ঘদিনের তৈরি পথে এখন নিয়মিতই হাঁটছেন সাদিয়া ইসলাম মৌ। বর্তমানে তিনি অভিনয় নিয়ে বেশ ব্যস্ত। আগের মতোই তিনি সমান জনপ্রিয় এবং আলোচিত। দীর্ঘ বিরতি শেষে মৌ অভিনয়ে এসে পেয়েছেন নতুন প্রজন্ম। তাদের সঙ্গে সমানতালে তিনিও অভিনয় করছেন। এভারগ্রিনদের পক্ষেই কেবল এটা সম্ভব। এভারগ্রিন মৌ এবার জুটি বেঁধেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে। রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় 'ব্ল্যাক কফি' শিরোনামের নাটকে তারা অভিনয় করছেন। একে অন্যের সঙ্গে অভিনয় করে মুগ্ধও। অপূর্ব বলেন, 'মৌ আপাকে টিভিতে দেখেছি এক সময়ে অনেক। এখন তার সঙ্গে অভিনয় করছি। নিঃসন্দেহে ভালো লাগাটা অনেক।' মৌ বলেন, 'অপূর্বর অভিনয় আমার ভালো লাগে।' দুজন ভালো লাগা শেয়ার করতে গিয়ে এভাবেই ক্যামেরাবন্দী হন।