ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জানাকি বিশ্বনাথান 'ইয়ে হ্যায় বাকরাপুর' নামে একটি ছবি নির্মাণ করেছেন। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ছাগলের নাম রাখা হয়েছে শাহরুখ। শুটিং শেষে ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছাগলের নাম শাহরুখ রাখা সম্পর্কে নির্মাতা জানান, ভারতীয় সমাজে বড় তারকাদের নামে ছাগলের নাম রাখার প্রচলন আছে। তিনি বলেন, 'প্রথমে ছাগলের নাম ছিল আবু। একটা ছাগলের বাজারে গিয়েছিলাম আমি। সেখানে জিজ্ঞাসা করলাম কোন ছাগলগুলো বেশি পাওয়া যায়? আমাকে জানানো হলো, বাজারে শাহরুখ, আমির আর সালমান নামের ছাগল বেশি চলে। তাই আবু নাম পাল্টে শাহরুখ রেখেছি।'