আবারও আলোচনায় ওঠে এসেছেন বলিউডের বেবি ডল সানি লিওন। সম্প্রতি ইন্টারনেটে ছাড়া হয়েছে সানির একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে খাণ্ডালার এক খাবারের দোকানে সানি পোশাক খুলে নাচতে ব্যস্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। তবে শুধুই নাচ নয়, শোনা যাচ্ছে সানি নাকি এই নাচের জন্য নিয়েছেন ৪০ লাখ টাকা! তবে পুরো ব্যাপারটিকেই ভ্রান্ত বলে দাবি করেছেন সানি। সানি টুইট করে জানিয়েছেন, এই ভিডিও একেবারেই ফেক ভিডিও। সানির মতে, ভিডিওতে যে সময়টা দেখানো হয়েছে তখন সানি নাকি ব্যস্ত ছিলেন নতুন ছবি 'টিনা ও লোলো'র শুটিংয়ে। এ ধরনের অপপ্রচার বন্ধ করা উচিত।