বলিউডের বির্তকে থাকা পরিচালক মধুর ভান্ডারকর তৈরি করতে চলেছেন নতুন ছবি 'ম্যাডামজি'। আর সেই ছবির গল্পই অনুপ্রাণিত হয়েছে রাখি সাওয়ান্তের জীবনী থেকে।
তবে পুরোটা নয়, বরং এক আইটেম ড্যান্সারের রাজনীতির মঞ্চে যাত্রাই গুরুত্ব পাবে মধুরের এই ছবিতে। আর এই ছবিতেই ম্যাডামজির চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
মধুরের এই ছবির গল্প রাখির জীবনী থেকে অনুপ্রাণিত হয়েছে তা পরিচালক স্বীকার না করলেও, গল্পের পরতে পরতে রাখির রেফারেন্সের ছড়াছড়ি। এমনকি রাখি ছাড়াও আর কে-ই বা আছেন যিনি আইটেম থেকে রাজনীতিতে এসেছেন?
সে তো নয় গেল পরিচালকের বুদ্ধিমত্তা প্রকাশের এক ফন্দি। কিন্তু শোনা গেছে, ছবিটির শ্যুটিং শুরু হওয়ার আগে প্রিয়াঙ্কা নাকি দেখা করতে চেয়েছেন রাখি সাওয়ান্তের সঙ্গে। ভোটের পরেই রাখি নাকি প্রিয়াঙ্কাকে টিপস দেবেন পর্দার রাখি হওয়ার। কিন্তু গল্পে রয়েছে অন্য টুইস্ট।
জানা গেছে, এই খবর পাওয়া মাত্রই বেঁকে বসেছেন রাখি। রাখির একটাই দাবি, 'প্রিয়াঙ্কা কেন? আমার চরিত্রে আমিই তো আছি!'
তবে আপাতত, রাখির কোনও দাবিতেই কান দিচ্ছেন না মধুর। এখন দেখার বিষয় হচ্ছে- ভোটে জিতে রাখি যদি মন্ত্রী হন, মধুর কি পারবেন রাখির দাবিকে অমান্য করতে!