এনটিভির সাপ্তাহিক আয়োজন 'মিউজিক ইউফোনি'তে গান গাইতে আসছেন সঙ্গীতশিল্পী বেলাল খান। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গানগুলো দর্শকদের উপহার দেবেন।
আজ বুধবার রাত সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত।
এ প্রসঙ্গে বেলাল খান বলেন, 'অনুষ্ঠানে যা সময় পাওয়া যাবে তাতে ৯ থেকে ১০টি গান গাইতে পারবো। শ্রোতানন্দিত হওয়া গানগুলোই গাওয়ার ইচ্ছে আমার। এছাড়াও অনুরোধের গানও গাইবো।'
মিউজিক ইউফোনি প্রযোজনা করেছেন জুনায়েদ বিন জিয়া।