ঢাকঢোল পিটিয়ে জমকালো মহরত করে গণমাধ্যমকে জানান দেওয়া হলো আমি অমুক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শীঘ্রই ছবির শুটিং শুরু হচ্ছে। ব্যস ওই পর্যন্তই। বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই ছবির আর কোনো খবর থাকে না। কখনো কখনো দু-একজন আবার দু-একদিন ক্যামেরার সামনে দাঁড়ালেও সেই ছবি আর আলোর মুখ দেখে না। ঢালিউডে এমন আওয়াজসর্বস্ব নায়িকার সংখ্যা ক্রমেই বাড়ছে। চলচ্চিত্রকারদের মতে, যে কোনো উপায়ে নায়িকা তকমার সাইনবোর্ড গলায় ঝুলাতে পারলেই হলো। এরপর নায়িকা পরিচয়ে খুলে যায় তাদের নতুন বিচরণ ক্ষেত্র। এমন ফাঁকা আওয়াজসর্বস্ব নায়িকার তালিকায় পপি থেকে শুরু করে আলিশা পর্যন্ত অসংখ্য নাম রয়েছে।
বেশ কয়েক বছর ধরে পপির ফিল্ম ক্যারিয়ারে ভাটা চলছে। অথচ একসময় ভালো নায়িকা হিসেবে তার সুনাম ছিল। তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। গত বছর তাকে নায়িকা করে একাধিক ছবির মহরতও হয়েছে। পপি নিজেই সাংবাদিকদের এসব ছবির খবর জানিয়েছেন। এসব ছবির মধ্যে কয়েকটি হচ্ছে— ‘চাইলাম যারে পাইলাম তারে’, ‘মন খোঁজে বন্ধন’, ‘চার অক্ষরের ভালোবাসা’, ‘দেহ’ ইত্যাদি। ছবিগুলো আদৌ মুক্তি পাবে কিনা এ ব্যাপারে তিনি নিজেই নিশ্চিত নন।
এরপর ইতোমধ্যে যে নায়িকা [!] মহরত কন্যা খেতাব পেয়েছেন তিনি হচ্ছেন আলিশা প্রধান। তিনি ২০১১ সালে ‘৬৯ পাতলা খান লেন’ শিরোনামে একটি ছবির কাজ করেছিলেন। এটি নিয়ে সাংবাদিকদের পেছনে হন্যে হয়ে ঘুরে ‘চলচ্চিত্রের নায়িকা’ পরিচয়ে পত্রিকায় সংবাদও করিয়েছিলেন। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও সেই ছবির আর কোনো খবর নেই। এ ছাড়া ‘মায়ানগর’, ‘জলে ভাসা পদ্ম’, ‘ভুল যদি হয়’, ‘অন্তরঙ্গ’সহ আরও কয়েকটি ছবিরও একই অবস্থা। তবে মজার ব্যাপার হলো নায়িকা পরিচয় নিয়ে এখন আর সন্তুষ্ট থাকতে রাজি নন আলিশা। নির্মাতা পরিচয়ও তার চাই। তাই গত বছর ঘটা করে একসঙ্গে পাঁচটি ছবি প্রযোজনার ঘোষণা দিলেন তিনি। এর মধ্যে এ পর্যন্ত একটি মাত্র ছবি নির্মাণ হয়েছে। বাকিগুলোর খবর নেই। ছবির শিরোনাম ‘অন্তরঙ্গ’। তাও আবার নিজের ছবিতে নিজেই নায়িকা।
অন্যদিকে মৌসুমী হামিদ দুই বছর আগে ‘জালালের পিতাগণ’, ‘না মানুষ’ ও ‘হাডসনের বন্দুক’ এই তিন ছবিতে কাজ করছেন। এগুলো আলোর মুখ দেখবে কিনা এ নিয়ে খোদ এই নায়িকাই সন্দিহান।
ছোটপর্দার অনিয়মিত নায়িকা স্বর্ণাকে নিয়ে কলকাতা এবং ঢাকায় বেশকটি ছবির মহরত হয়। এগুলোর মধ্যে রয়েছে টালিগঞ্জের নির্মাতা সোমনাথ চক্রবর্তীর ‘মুন এভিনিউ’, ঢাকায় ‘পদ্ম পাতার জল’, ‘রান আউট’ ইত্যাদি। ঘোষণার প্রায় দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এসব ছবির কোনো খবর নেই।
আইরিন কাজ করেছেন, ‘এই তুমি সেই তুমি’, ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’, ‘টাইম মেশিন’ শিরোনামের ছবিগুলোতে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এসব ছবির মুক্তির কোনো খবর নেই।
ছোটপর্দার নায়িকা মৌসুমী নাগ অভিনয় করেছিলেন ‘রান আউট’, ‘ফিল মাই লাভ’ শিরোনামের দুটি ছবিতে। তাও প্রায় বছর দেড়েক আগে। এখন কোনো খবর নেই ছবিগুলোর।
এ ছাড়া আরও অনেকেই আছেন ‘মহরতের নায়িকা’ তালিকায়। দিন দিন তালিকা লম্বা হচ্ছে। নতুন নায়িকার সংখ্যাই এ তালিকায় বেশি।