পাওয়ার ভয়েস তারকা কর্ণিয়ার এখন ব্যস্ত সময় যাচ্ছে। স্টেজশো, লাইভ শোর পাশাপাশি বিভিন্ন মিশ্র অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন তিনি। সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন 'আকাশ ছুঁয়ে' শিরোনামের একটি গানে। ডুয়েট এ গানে কর্ণিয়ার সহশিল্পী দূরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার। আকাশ ছুঁয়ে দেখিনি আমি/দেখেছি তোমার হৃদয়/আকাশের চেয়ে মনটা তোমার/বিশাল বড় মনে হয়- এমন কথার গানটির সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।
কর্ণিয়া বলেন, 'গানের কথা, সুর ও সংগীত অসাধারণ। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। শোনার পরে মনে হয়েছে, ভালোই হয়েছে।'
আইয়ুব শাহরিয়ার বলেন, 'কথানির্ভর গানে কণ্ঠ দিতে আমার খুবই ভালো লাগে। কর্ণিয়ার ভয়েসও খুব ভালো। কর্ণিয়ার সঙ্গে এই প্রথম ডুয়েট গান করলাম। গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।'
রাবি্ব আরবির সুর, কথা ও আয়োজনে 'তোকে ছাড়া' অ্যালবামে গানটি থাকছে। অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই অ্যালবামটি বাজারে আসবে। অ্যালবামে অন্য শিল্পীরা হলেন- শফিক তুহিন, নির্ঝর, ঝিলিক, শশী, রুলিয়া, বোরহান, রেজওয়ান প্রমুখ।