আজ মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে কনসার্ট। তবে প্রধান দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে ঢাকার ফ্যান্টাসি কিংডম এবং চট্টগ্রামের ফয়েজ লেকে। ফ্যান্টাসি কিংডমে আয়োজিত কনসার্টে গান করবে জনপ্রিয় ব্যান্ড সোলস ও প্রমিথিউস এবং শিল্পী ফকির আলমগীর ও মিলা। আর ফয়েজ লেকে আয়োজিত কনসার্টে গান করবে ব্যান্ড লালন, শিল্পী বাপ্পা মজুমদার, ক্লোজ আপ ওয়ান তারকা রিংকু ও চট্টগ্রামের খ্যাতনামা ব্যান্ড মিলেনিয়াম। কনসার্ট দুটি পৃষ্ঠপোষকতা করছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক। ২০০৬ সাল থেকে বাংলালিংক ধারাবাহিকভাবে এ ধরনের কনসার্ট আয়োজন করে আসছে। বছরজুড়ে বিভিন্ন উৎসবে থাকে তাদের পৃষ্ঠপোষকতা।