অভিনেত্রী বিদ্যা বালানের চাই পাঞ্জাবি রাঁধুনি। বেশ কিছুদিন ধরেই সংসারে বেশ অশান্তির মুখোমুখি বিদ্যা বালান। এমনিতে সিদ্ধার্থের বাড়িতে প্রচুর পরিচারিকা, নিজে না রান্না করে আরামেই দিন কাটছিল বিদ্যার। খেয়ে খেয়ে চেহারাও বানিয়ে ফেলেছিলেন। যা দেখেই লোকে বলতে শুরু করেছিলেন বিদ্যা নাকি অন্তঃসত্ত্বা। সে নিন্দুকদের মুখে আগেই আঘাত করেছেন। কিন্তু চাপটা হলো অন্য জায়গায়। সিদ্ধার্থ বিদ্যার হাতের রান্না খেতে চাইলে, দক্ষিণী খাবার ছাড়া আর কিছুই তো রান্না করতে পারেন না বিদ্যা। অন্যদিকে আদ্যোপান্ত পাঞ্জাবি সিদ্ধার্থের মুখে কি আর দক্ষিণী রান্না ওঠে? তাই নিজের সংসার বাঁচাতে বিদ্যা এখন পাগলের মতো খুঁজছেন এক পাঞ্জাবি রাঁধুনি।