সিনেপর্দা ছেড়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছেন কাজল। তবে বোন তনিশার মতো কোনও বিগবস টাইপের রিয়্যালিটি শো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলি সিরিয়াল 'ফরবিডেলসন' এর হিন্দি রিমেকেই তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে কাজলকে দেখা যাবে ইনভেস্টিগেটিভ অফিসারের চরিত্রে।
জানা গেছে, এই ধারাবাহিকে শুধু কাজল নন, ছোট চরিত্রে দেখা যেতে পারে অজয় দেবগানকেও। অ্যাকশন প্যাকড এই ধারাবাহিকে অ্যাকশন টিপস দেবেন অজয় নিজেই।