বলিউডের অভিনেতা সুনীল শেঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর হয়েছে। হেমেন্দ্র সিংয়ের অভিযোগ, গত বছর জুন মাসে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিকে 'মুম্বই কিসকি' নামে একটি ছবিতে অভিনয় করবেন বলে রাজি হয়েছিলেন বলিউডের এই তারকা।
এই ছবির কাজের জন্য ২১ লক্ষ টাকা অগ্রিমও নিয়েছিলেন সুনীল। অথচ পরে তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারছিলেন না বলে জানান হেমেন্দ্র। অগ্রিমের টাকা ফেরতের দিতে অস্বীকার করেন সুনীল। তাই গতকাল তাঁর বিরদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।