আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন হৃত্বিক ও সুজান। এটা তিনদিন আগের ঘটনা। ইতোমধ্যে আদালত রায়ও দিয়েছেন। রায়ে দুই ছেলে হৃহান ও হৃদানের দেখশোনার দায়িত্ব পেয়েছেন সুজান। আদালতের রায় অনুযায়ী মায়ের কাছেই থাকবে দুই ছেলে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।
২০০০ সালের ২০ ডিসেম্বর বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের মেয়ে সুজানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃত্বিক রোশন। একই বছরের প্রথমদিকে 'কহো না পেয়ার হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। চার বছর চুটিয়ে প্রেম করার পরই বিয়ে করেছিলেন তারা।