অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, দিয়া মির্জা বিয়ে করছেন। এবার সত্যি সত্যি তিনি বিয়ে করছেন। বাগদানও হয়ে গেছে। টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই খবরটি প্রকাশ করেছেন দিয়া। নিউইয়র্ক থেকে তিনি টুইট করেন, 'অফিসিয়ালি এনগেজড। এনওয়াইসি।'
ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার সঙ্গে ২০১১ সালে 'বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট' একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন দিয়া। তখন থেকেই ছড়াতে শুরু করে প্রেমের গুজব। একই সময় অভিনেতা কুনাল কাপুরের সঙ্গে দিয়ার ছাড়াছাড়ির গুজবটিকে পোক্ত করেছিল আরও।
পরে অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় কোনো লুকাছাপা করেননি দিয়া-সাহিল। চলতি সপ্তাহে হয়ে যাওয়া আইফা অ্যাওয়ার্ডসে অংশ নেওয়ার জন্য দুজন একসঙ্গেই উড়ে যান যুক্তরাষ্ট্রে। আর সেখান থেকেই এলো তাদের বাগদানের খবর।
২০০০ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ দিয়া জিতে নেন মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের মুকুটও। এরপর শুরু হয় তার ফিল্ম ক্যারিয়ার।