বলিউড থেকে হাত-পা গুটিয়ে পাকিস্তানে ফিরতে যাচ্ছেন অভিনেত্রী ভীনা মালিক৷ তবে শুধুই বলিউড থেকে নয়, সিনেমা থেকেই নিজেকে সরিয়ে নিতে চান এ সেক্সসিম্বল।
শোনা গেছে, অভিনয় ছেড়ে পাকিস্তানে ফিরে গিয়ে সমাজসেবার কাজে নিযুক্ত হতে চান ভীনা মালিক৷ সঙ্গে অবশ্যই থাকছেন তার স্বামী আসাদ বসির খটক৷ আসাদ জানিয়েছেন, যেকোনো অবস্থাতেই ভীনার সঙ্গে আছি৷ ও যে কাজই করুক না কেন, আমার সাহায্য পাবে৷
২০১০ সালে রিয়্যালিটি শো ‘বিগবস’ থেকে ভারতে পা রাখেন ভীণা৷ এরপর বলিউডসহ, তামিল, কন্নড় ও তেলেগু ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে অভিনেত্রী হিসেবে পাকিস্তানে জনপ্রিয় হলেও, ভারতীয় সিনেপর্দায় উষ্ণতা ছড়িয়েও লাইমলাইটে আসতে পারেননি ভীনা। শেষমেশ তাই বলিউডকে টাটা জানিয়ে ফিরে যেতে চান নিজের দেশে৷- ওয়েবসাইট।