বলিউডে নয়, বরং স্মিতা পাতিল পুত্র প্রতীক বাব্বরের সঙ্গে টালিউডে অভিনয় করতে চলেছেন পাওলি দাম। নবাগত পরিচালক সৌরভ চক্রবর্তীর 'অরনি তখন' ছবিতে দেখা যাবে এ দু'জনকে।
পরিচালক সৌরভের কথায়, 'এই ছবিটির প্রেক্ষাপট ৯২ সালের বাবরি মসজিদ ও ২০০২ সালে গুজরাট দাঙ্গা। তবে এই ছবিটি একেবারেই রাজনৈতিক ছবি নয়, এই দুই ঘটনাকে প্রেক্ষিত করে এক প্রেমের গল্প বলা হবে।' ছবিতে শুধু প্রতীক ও পাওলি নয়, দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকেও।
ছবিটির শ্যুটিং হবে কলকাতা, মুম্বাই ও গুজরাটে। মে মাসের শেষ সপ্তাহ থেকেই কলকাতাতে শুরু হবে প্রথম শ্যুটিং পর্ব। পরিচালক জানিয়েছেন, 'ছবিটি শুধুই দেশে নয়, একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও মুক্তি পাওয়ার ব্যবস্থা করা হবে।