রাজনীতি নিয়ে নিজের মত প্রকাশে কোনও কালেই পিছপা ছিলেন বলিউডের টোল পড়া সুন্দরী প্রীতি জিন্তা। নরেন্দ্র মোদীর স্বপক্ষে এবার গলা তুললেন তিনি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য বেনারসে গিয়ে পুজা দিয়ে এলেন প্রীতি।
পুজা দিয়ে গিয়ে সাংবাদিকদের তিনি প্রীতি জানান, 'আমি ওনার (নরেন্দ্র মোদীর) ভক্ত। আশা করব উনিই জিতবেন। ওনার কোনও প্রচারের প্রয়োজন নেই। ঈশ্বরের কাছে ওনার জন্যই প্রার্থনা করে এলাম।'
টিনসেন টাউনে মোদীর অগুনতি ভক্তদের মধ্যে অন্যতম প্রীতি। মোদী প্রশংসায় পঞ্চমুখ একদা বলিউডের প্রথম সারির এই নায়িকা মনে করেন মোদীরই প্রধানমন্ত্রী হওয়া উচিৎ। তার মতে, মোদীকে সাধারণ মানুষ ভালোবাসেন।
তবে অরবিন্দ কেজরিওয়ালের দল সম্পর্কে টিনসেল টাউনের এই নায়িকার মন্তব্য, 'হ্যাঁ। আমি আপ-কে পছন্দ করি। কিন্তু ওদের সময় দরকার। আসন জয় ওদের পক্ষে জরুরি।'
এর আগে টুইটারেও মোদী বন্দনায় মেতেছিলেন প্রীতি।