'এফএইচএম'র বিশ্ব জরিপে ১০০ আবেদনময়ী সেলিব্রেটির তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
প্রথম স্থান অধিকার করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেনিফার বলেন, 'বিশ্বব্যাপী এফএইচএম-এর যেসব পাঠক আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
তিনি আর বলেন, 'আমি ভারী মেকআপে নিজেকে উপস্থাপন করাকেই 'আবেদনময়ী' মনে করি না। নিজের সৌন্দর্য নিয়ে যখন কেউ যদি আত্মবিশ্বাসী থাকেন তখনই তাকে আবেদনময়ী মনে হয়। আমি আমার সৌন্দর্য নিয়ে সব সময় সন্তুষ্ট থাকি। ভারী মেকআপ কখনো নিই না। আর এ কারণেই বোধ হয় দর্শকরা আমাকে বেশি পছন্দ করেন।'
এবারের ১০০ আবেদনময়ীর তালিকায় জেনিফারের পরের স্থানেই রয়েছেন মিশেল কিগ্যান। অন্যদিকে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পপগায়িকা রিহান্না। তাছাড়া চতুর্থ স্থানে ব্রিটিশ-আমেরিকান মডেল এমিলি রাতাজকৌসকি ও পঞ্চম স্থানে রয়েছেন কেলি কউকি।