বলিউডের নতুন জুটি অর্জুন কাপুর আর সোনাক্ষী সিনহার নতুন ছবি 'তেভর'। জুন মাসের বারাণসীতে কয়েকটা দৃশ্য শ্যুট হলেই ছবির শ্যুটিং পর্ব শেষ হবে।
তেলেগু সুপার হিট ছবি 'ওক্কাডু' ছবির রিমেক হচ্ছে 'তেভর'। ছবিটির পরিচালক অমিত শর্মা। অর্জুনের কাকা সঞ্জয় কাপুর হলেন এই ছবির প্রযোজক।
সঞ্জয় জানিয়েছেন চলতি বছরের ৫ ফেব্রুয়ারিই মুক্তি পাবে 'তেভর'।