কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়ের সঙ্গে কাজ না করতে পারা সারা জীবনের কষ্ট হয়ে থাকবে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সত্যজিত সম্পর্কে স্মৃতি রোমন্থন করতে গিয়ে নিজের এ কষ্টের কথা প্রকাশ করেন তিনি।
নাসিরুদ্দিন বলেন, 'সত্যজিতের মুভির কোনো চরিত্রে অভিনয়ের অনুরোধ জানিয়ে তাকে বেশ কয়েকবার চিঠি লেখার ইচ্ছে জেগেছিল। কিন্তু লেখার সাহস পাইনি। কেন লিখেনি সেজন্য এখন আমার কষ্ট হয়। রায়ের কোনো মুভিতে কাজ করা আমার কখনোই হয়ে উঠল না।'
১২ বছর বয়সে রায়কে প্রথম দেখতে পান বলেও নাসিরুদ্দিন জানান। তবে ইউনিফর্ম ও টুপি পরিহিত রায়কে পুলিশ কর্মকর্তা ভেবে ভুল করেছিলেন বলেও স্মৃতির কথা জানান বলিউডের এ অভিনেতা।
কেতান মেহতার 'মিরচি মাসালা' মুভিতে নাসিরুদ্দিনের অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছিলেন সত্যজিত রায়। 'খাসি কথা' নামে নাসিরুদ্দিনের বাংলা একটি মুুভি শিগগিরই মুক্তি পাবে। এতে তিনি কসাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।