কণ্ঠশিল্পী আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা ও তার মা পারভিন ইসলাম বেলীর ছিনতাইয়কারীদের কবলে পড়ার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন অনন্যার মা। এই ঘটনার পেছনে আরফিন রুমির হাত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
গত শনিবার রাত পৌনে ১১টার দিকে হাইকোর্ট মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন অনন্যা ও তার মা। এ ঘটনা অনন্যা সামান্য আহত হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে অনন্যার মা বেলী বলেন, 'রিকশাযোগে বংশালের বাসা থেকে বের হয়ে বেইলী রোডে অনন্যার চাচার বাসায় যাচ্ছিলাম আমি ও অনন্যা। আমরা যখন চাঁনখারপুল পার হচ্ছিলাম তখন থেকেই একটি মোটরসাইকেল আমাদের অনুসরণ করছিল। আমরা যখন হাইকোর্টের মোড়ে এলাম তখন রিকশার গতিরোধ করে অনন্যার ব্যাগ ও হাত ধরে টানাটানি করে ওকে রিকশা থেকে ফেলে দেয়। লোকজন ছুটে এলে ওরা পালিয়ে যায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিল।'
তিনি বলেন, 'ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রিকশা থেকে পড়ে আঘাত পায় অনন্যা। আহতাবস্থায় অনন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয়।'
অনন্যার মা বলেন, 'আঘাত পেয়ে অনন্যার মাথা ফুলে গেছে, রক্ত জমেছে। হাতের কনুই, নাক এবং পায়েও ব্যথা পেয়েছে। প্রথমে জরুরি বিভাগে ভর্তি করেছিলাম। হাসপাতালে আমাদের দেখার কেউ নেই, তাই রাত ১টায় অনন্যাকে বাসায় নিয়ে এসেছি। এখন কিছুটা ভালো আছে, বিশ্রাম নিচ্ছে। শরীরে প্রচণ্ড ব্যাথা।’
সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, 'এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা বুঝতে পারছি না। রুমির বিরুদ্ধে মামলা করার পর থেকেই নানা রকম হুমকি আমরা পেয়েছি। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা- কে জানে! তবে, এই ঘটনায় আরফিন রুমির হাত থাকতে পারে। বিষয়টি আমি খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করব।'
তিনি আরও বলেন, 'আরেকটি বিষয়, রহস্যজনকভাবে মোটরসাইকেল ছাড়াও ওই সময় একটি সাদা রঙের মাইক্রোবাস কিছুটা দূরে দাঁড়ানো ছিল। বুঝতে পারছি না, আমাদের ভয় দেখাতেই এই ঘটনা ঘটাল কিনা! ওরা কোনো সাধারণ ছিনতাইকারী না, এটা এক ধরনের হামলাও হতে পারে।'
অন্যদিকে মায়ের কথার সঙ্গে একমত পোষণ করে অনন্যা বলেন, 'রুমিকে সন্দেহের অনেক কারণ রয়েছে। ঘটনাটি শুধু ছিনতাইয়ের হলে এ কথা আসতো না। কিন্তু ছিনতাইকারীরা ব্যাগ ও মোবাইল না টেনে আমার হাত ধরে টানতে শুরু করে। তারা চাচ্ছিল আমি যেন রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হই।'