নতুন চলচ্চিত্র প্রসঙ্গে কিছু বলুন।
আমার নতুন ছবিটির নাম 'ড্রিম গার্ল'। ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি। শাকিব খানের সঙ্গে এটি আমার তিন নম্বর ছবি। ছবিটির গল্প গড়ে উঠেছে একটি মেয়েকে ঘিরে। এই মেয়ের জন্য অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হয় ছেলেটিকে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ছবিটির শুটিং হবে।
শুনলাম নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন?
হ্যাঁ, আমি এখন আর নাটকে খুব একটা নিয়মিত অভিনয় করতে চাই না। এখন যে নাটকগুলো করছি তা শুধু অনুরোধে আর বিশেষ দিবসের নাটক। পাশাপাশি ভালো ভাবনা এবং বাজেট পেলে বিজ্ঞাপন চিত্রে কাজ করি। আমি এখন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছি। সেভাবে নিজেকে তৈরিও করছি। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় 'তারকাঁটা' ছবির শুটিং শেষ করলাম। ছবিটিতে আমার সহশিল্পী আরিফিন শুভ। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিটি আমার ভালো একটি অবস্থান তৈরির ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।
'তারকাঁটা' চলচ্চিত্রটি নিয়ে কিছু বলুন।
টিভিনাটকে অনেক অভিনয় করেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছি। কিন্তু এটি ব্যতিক্রমধর্মী একটি ছবি। ছবির পাণ্ডুলিপি নিঃসন্দেহে খুব ভালো। গল্পের সঙ্গে আমার চরিত্রটি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করছি ছবিটি এ বছরের অন্যতম সেরা ছবির তালিকায় আসবে। 'তারকাঁটা' ছবিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এতে আরিফিন শুভর বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মৌসুমীর সঙ্গে প্রথম অভিনয় করার অভিজ্ঞতা বলুন।
মৌসুমী আপুকে নিয়ে কথা বলতে অনেক সাহসের দরকার। তিনি আমাদের মতো চলচ্চিত্রে নতুনদের কাছে আইডল। তার অভিনয় আমি পর্দায় অনেক দেখেছি। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম। এমন একজন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। শুটিং চলাকালীন প্রতিদিনই কিছু না কিছু শিখছি। কোথাও কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে সেটা শুধরে দিচ্ছেন।
অভিনয়ের বাইরে কী করেন?
অভিনয়ের বাইরে আমি আরও একটি কাজের সঙ্গে জড়িত। সেটা হলো লেখালেখি। ছোটবেলা থেকেই আমি একটু একটু করে এটা করে আসছি। তা ছাড়া সাহিত্যের ছাত্রী হিসেবে লেখালেখির অভ্যাসটা তো থাকা চাই।
- আলী আফতাব