রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি রবীন্দ্রনাথের প্রেমের গান 'আমারও পরানও যাহা চায়'-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর গানটির সংগীতায়োজন করেছেন শান। গানটিতে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী স্বপ্নীল সজীব ও অভিনেত্রী আর্শিনা প্রিয়াকে। এরই মধ্যে নারায়ণগঞ্জের পানাম সিটিতে গানটির শুটিং হয়েছে। সজীব বলেন,' রবীন্দ্রনাথের এই গানটি আমার অনেক প্রিয়। আশা করি এর মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। প্রিয়া বলেন, 'স্বপ্নীল আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমার প্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী। তার অনুপ্রেরণায় আমার গানটিতে কণ্ঠ দেওয়া। আশা করি গানটি সবার ভালো লাগবে।' ২৫ বৈশাখে বেশকিছু বেসরকারি টিভি চ্যানেলে এই মিউজিক ভিডিওটি প্রচার হবে বলে জানা যায়।