বসত বাটি
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'বসত বাটি'। ড. মাহফুজুর রহমান-এর মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনায় চন্দন চৌধুরী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাবি্বর, নওশীন, হিল্লোল, শাহনূর, শর্মিলী আহমেদ, আমজাদ হোসেন, বাবুল আহমেদ, শিরিন বকুল, শিরিন আলম, আনজুম আরা বকুল, দিহান, নাজমুল হুদা বাচ্চু, সোহান খান, ওয়ালিউল হক রুমি, হুমায়ূন কাবেরী প্রমুখ। পারিবারিক নানা দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলছে নাটকের গল্প।
'অ'এর গল্প
আজকের 'অ'এর গল্পে পতিতাদের দিয়ে ছিনতাই এবং চক্রান্তকারী চক্রের ধরা পড়ার বিষয় তুলে ধরা হয়েছে। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বটি লিখেছেন গুলশান হাবিব রাজীব। এই পর্বটিতে অভিনয় করেছেন নিয়াজ মোরশেদ, সাবিহা, আরফি অরণ্য প্রমুখ।
কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'কালার'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, পিয়া, মিশু সাবি্বর, রুমা, নাঈম, হাসিন, আ খ ম হাসান, শায়না প্রমুখ। নাটকের অন্যতম আকর্ষণ হচ্ছে বর্তমান প্রজন্মের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করেছেন।এসএ টেলিভিশনে রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে।
সংসার সীমান্তে
একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'সংসার সীমান্তে। এ আলম খানের রচনা এবং কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় 'সংসার সীমান্তে' নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাবি্বর, নাদিয়া, আলভী, ওভিদ রেহান, পুতুল, শামীম জামান, শিরীন আলম, সাবেরি আলম, আলিউল হক রুমি, ঊর্মি, সঞ্জিব আহমেদ, আবদুল হান্নান শেলী, কাজী বদরুল ইসলাম, গোলাম মওলা, তন্ময় ফেরদৌস, তাহিয়া, এ কে আজাদসহ আরও অনেকে। নাটকটি রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
ভালোবাসি গান
সজনী গো ভালোবেসে এত জ্বালা/ আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো কিংবা অনেক সাধের ময়না আমার বাঁধন ছিঁড়ে যায়- এ রকম অনেক জনপ্রিয় গানের শিল্পী বশির আহমেদ। সদ্যপ্রয়াত এই শিল্পী স্মরণে জিটিভি নিবেদন করছে তাদের 'ভালোবাসি গান' অনুষ্ঠানটি।অনুষ্ঠানে এবারের পর্বটি সাজানো হয়েছে বশির আহমেদের জনপ্রিয় সব গান নিয়ে। 'ভালোবাসি গান'-এর বিশেষ এই পর্বে বশির আহমেদের গানগুলো একসঙ্গে গাইবেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী ছন্দা চক্রবর্তী ও মামুন জাহিদ।বশির আহমেদ আমাদের সংগীতাঙ্গনে এক কিংবদন্তি, তার গান এ দেশের বাংলা সংগীতকে করেছে সমৃদ্ধশালী। তার এই জনপ্রিয় গানগুলোকে শ্রোতা-দর্শকদের নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য আমার এই প্রয়াস জানালেন 'ভালোবাসি গানের প্রযোজক শ্যামলী রানী সরকার।শ্যামলী রানী সরকারের প্রযোজনা ও কণ্ঠশিল্পী লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটি রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।
সোনালী মেঘের ভেলা
দেশ টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'সোনালী মেঘের ভেলা'। এটি রচনা করেছেন এম. আসলাম লিটন। পরিচালনায় তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। আর অভিনয় করবেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী, সারা যাকের। গল্পে দেখা যাবে- মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে অনন্যা। নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায়। কিন্তু বড়ভাই সাব্বীর তার বিয়ে দিয়ে দিতে চায়। অনন্যা ঠিক করে নিজের পায়ে দাঁড়ানোর আগে বিয়ে করবে না। সে লেখাপড়া শেষ করে হাত খরচের টাকার জন্য টিউশনি করছে। কিন্তু শ্রাবণীর হাজবেন্ড সাব্বীর প্রাইভেট ব্যাঙ্কে ভালো চাকরি করছে।