তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৩। আরটিভিতে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সব নাটক ও অনুষ্ঠানগুলোর মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবার আজীবন সম্মাননা দেওয়া হবে মুস্তাফা মনোয়ারকে। অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় হোটেল সোনারগাঁও থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি। বিচারক প্যানেলের মনোনয়ন এবং দর্শকদের এসএমএসের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে সেরাদের।