বলিউড থেকে উড়ে টলিউডে এসে অভিনেতা সাফকাত তো একেবারে ফ্যান হয়ে গেছেন স্বস্তিকার। তাই তো পরিচালক মনোজ মিশিগানের '৮৯' ছবির পরে এবার সাফকাতকে দেখা যাবে স্বস্তিকার বিপরীতে প্রধান চরিত্রে। নাম না ঠিক হওয়া এ ছবির গল্পে প্রবাসী বাঙালির চরিত্রে দেখা যাবে সাফকাতকে। ছবিতে স্বস্তিকা রয়েছেন এক শাস্ত্রীয় সংগীত গায়িকার চরিত্রে। যার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকবেন এই প্রবাসী। জানা গেছে, গল্পটি প্রেম দিয়ে শুরু হলেও ছবির গল্পে রয়েছে রোমাঞ্চের মোড়। গল্পের পরতে পরতে রয়েছে টুইস্ট। চিত্রনাট্য লেখা শেষ হয়ে গেলেও আপাতত চলছে ছবির অন্যান্য কাস্টিংয়ের কাজ। ছবিটির শুটিং শুরু হতে পারে জুলাই মাস থেকে।