পপতারকা জুটি জাস্টিন বিবার-সেলেনা গোমেজের সম্পর্ক ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছে বহুবারই। সম্প্রতি চূড়ান্তভাবে সম্পর্কের অন্ত ঘটালেও বিবারকে ভুলতে পারছেন না গোমেজ। বিবারকে শায়েস্তা করতেই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা অরলান্ডো ব্লুমের সঙ্গে মেলামেশা করছেন সাবেক ডিজনি তারকা গোমেজ। ২৬ এপ্রিল চেলসি হ্যান্ডারের কনসার্টে একসঙ্গে দেখা গেছে এ দুজনকে। বিবারের সঙ্গে ব্লুমকে নিয়ে আগেও ঝগড়া হয়েছে গোমেজের। এমনকি ব্লুমের সঙ্গে প্রেম করছেন গোমেজ এমন অভিযোগও এনেছিলেন বিবার। তা ছাড়া ব্লুমকে সবসময়ই পছন্দ করতেন গোমেজ, যে বিষয়টি কখনো ভালোভাবে নেননি বিবার।