করণ জোহরের 'কভি খুশি কভি গম' ছবিতে শেষবারের মত অমিতাভ-জয়া জুটিকে দেখা গিয়েছিল। সিনেপর্দায় আবারও জুটিতে ফিরছেন অমিতাভ ও জয়া বাচ্চন। জানা গেছে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট এবং বিগবি ও জয়ার ব্যক্তিগত মেকআপম্যান দীপক সাওয়ান্তের প্রযোজনায় 'লিডার' ছবিতেই দেখা যাবে এই দু’জনকে।
ভারতীয় রাজনীতিকে প্রেক্ষাপট করে তৈরি হওয়া এই ছবিতেও দম্পতির চরিত্রে অভিনয় করবে জয়া ও অমিতাভ। ছবিটি পরিচালনা করবেন অভিষেক চড্ডা। বিগবি ও জয়া বাচ্চন ছাড়াও ছবিতে দেখা যাবে পাখি হেগড় ও গুলশন গ্রোভারকে।