দেশে ফিরেই আদিত্য চোপড়ার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জন্য নৈশভোজের আয়োজন করলেন রানি ও আদিত্য।
চোপড়া বাংলো এ দিন ছিল নিরপত্তার চাদরে মোড়া। নিরাপত্তা বেষ্টনীর কারণে নবদম্পতির ছবি তুলতে পারল না মিডিয়া। উঁচু পাঁচিলের ওপর সাদা চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। গ্রিলের দরজার থেকে যার দূরত্ব ছিল ২ ফুটেরও বেশি।
তবে বেশ কিছু তারকাদের দেখা গেল বাংলোয় ঢুকতে। মা হিরু জোহরের সঙ্গে এসেছিলেন রানির ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর, এসেছিলেন সস্ত্রীক অনুপম খের, গায়ক নিতীন মুকেশ, সিদ্ধার্থ কাকের মতো হাতেগোনা কিছু তারকা।