ঐতিহাসিক ছবি 'যোধা-আকবর' এর পরিচালক আশুতোষ গোওয়ারিকরের নতুন ছবি 'মহেঞ্জোদারো'। এই ছবিতে পরিচালকের প্রিয় নায়ক হৃত্বিক কাজ করবেন।
জানা গেছে, এই ছবির চিত্রনাট্য লেখা অনেক আগেই শেষ হয়েছিল। কিন্তু প্রধান চরিত্রের জন্য হৃত্বিকের অপেক্ষায় ছিলেন আশুতোষ। পারিবারিক জীবনের ঝামেলার কারনে হৃত্বিক ছবিটি করতে চান না। অবশেষে, হৃত্বিক আশুতোষকে হ্যাঁ বলেছেন।
এই ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে। আপাতত, চলছে অন্যান্য কাস্টিংয়ের কাজ।