শাহ রিয়াজের সঙ্গে ১২ বছর কথা বলবেন না পরীমনি। মূলত রাগ করেই তিনি এ সিদ্বান্ত নেন। তবে বাস্তবে নয় বড় পর্দায়। মিজানুর রহমানের প্রযোজনা ও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় 'আমার মন জুড়ে তুই' সিনেমায় দেখা যাবে এ চিত্র।
এতে পরীর বিপরীতে রয়েছেন শাহ রিয়াজ। আরও রয়েছেন রুবেল, আলী রিয়াজ, মিশা সওদাগর ও অমৃতা খান,প্রমুখ।
রোমান্টিক ঘরানার এ ছবিটির শুটিং করতে ইউনিটের সবাই এখন রাজশাহীতে। তীব্র রোদ উপেক্ষা করেই বিভিন্ন লোকেশনে চলছে শুটিং।
সিনেমার কাহিনী সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমনি বলেন, গতানুগতিক নয় এর কাহিনীতে একটু ভিন্নতা রয়েছে। রোমান্টিক ঘরানার ছবিটি সবার ভালো লাগবে বলে আশা করছি। এতে দেখা যাবে, শাহ রিয়াজ আমার ছোট বেলার বন্ধু ও খেলার সাথী। ঘটনার এক পর্যায়ে তার সঙ্গে ১২ বছর কথা না বলার সিদ্বান্ত নেই। মূলত এ বিষয়টাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কাহিনী।