হলিউড স্টার অভিনেতা অ্যাঞ্জেলিনা জোলির পার্টনার ব্রাড পিটের সঙ্গে ফের একত্রে একটি মুভিতে অভিনয় করতে যাচ্ছেন। মুভিটির কাহিনী জোলি নিজেই লিখেছেন। ২০০৫ সালের হিট অ্যাকশন-ড্রামাধর্মী মুভি 'মি. অ্যান্ড মিসেস স্মিথ'র পর এই প্রথম তারা একত্রে কোনো মুভিতে অভিনয় করছেন বলে ডেডলাইন এক প্রতিবেদনে জানিয়েছে।
জোলির পরিচালনায় প্রথম মুভি 'ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি'তে ব্রাড পিটকে সংক্ষপ্তি সময়ের জন্য দেখা গিয়েছিল। মুভিটি ২০১১ সালে মুক্তি পায়।
জোলির সঙ্গে ফের অভিনয়ের ব্যাপারে ব্রাড পিটও একবার নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। 'মি. অ্যান্ড মিসেস স্মিথ' মুভিতে অভিনয় করতে গিয়েই ৫০ বছর বয়সী পিট ও ৩৮ বছর বয়সী জোলিরপ্রথম সাক্ষাৎ হয়েছিল।