জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপহরণ মামলায় গ্রেফতারের পর আজ মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দু'দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান আজ শীষ মনোয়ারকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় মনোয়ারের আইনজীবী সাইদুর রহমান মানিক জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন শীষ মনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট শাখার জিআরও হুমায়ুন আহমেদ।
উল্লেখ্য, গত শনিবার তাকে ২ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। এর আগে অপহরণ মামলায় গত ৩ মে ভোরে শীষ মনোয়ারকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সবুজ গত ২৬ এপ্রিল বাসা থেকে অফিস যাওয়ার পথে অপহৃত হন। এ ঘটনায় সজীবের বাবা আব্দুর রহিম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কোনও ফলাফল না পেয়ে সবুজের বাবা ও স্ত্রী শীষ মনোয়ার ও ওই অফিসের আরও কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন।