মহানায়িকা সুচিত্রা সেনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হবার কথা ছিল। আর সে চলচ্চিত্রে সুচিত্রা চরিত্রে অভিনয় করার কথা ছিল রাইমা সেনের। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার পরিচালক অভিজিৎ চৌধুরীর ছবি 'নায়িকা'-তে মহানায়িকা হচ্ছেন রাইমা সেন। বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছিল। চলছিল নানা কাস্টিং সংক্রান্ত চিন্তাভাবনাও। শেষমেশ আগস্ট মাস থেকেই রাইমা সেনকে মহানায়িকা বানিয়ে শুরু হতে চলেছে চলচ্চিত্রটির শ্যুটিং।
আপাতত রাইমা সেন তার মা তৃণমূল প্রার্থী মুনমুন সেনের লোকসভা নির্বাচনের ভোট প্রচারে ব্যস্ত। অবশ্য 'নায়িকা' নিয়েও বেশ চিন্তিত তিনি। রাইমা জানিয়েছেন, ফ্ল্যাশব্যাকের ওপর নির্ভর করেই ছবিটি নির্মিত হয়েছে। নিজেকে ভালো করে তৈরি করতে হবে। দিদার (সুচিত্রা সেন) অভিনীত ছবিগুলো মন দিয়ে দেখতে হবে। আমার পক্ষে বেশ কঠিন কাজ সুচিত্রা সেন হিসেবে অভিনয় করা।
জানা গেছে, বাংলা ও হিন্দি দুই ভাষাতেই চলচ্চিত্রটি ডাবিং করার ইচ্ছা আছে পরিচালকের। আর 'নায়িকা'-তে উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।