কিছুদিন আগেই খবরে ছিল বাড়ির জন্য পাঞ্জাবি রাঁধুনী খুঁজছেন বিদ্যা বালান। তার বর সিদ্ধার্থ রয় কাপুর নাকি বিদ্যার হাতে দক্ষিণী রান্না খেয়ে ক্লান্ত। তবে এই খবরের পেছনে যে ছিল অন্য খবর তা টের পাওয়া গেল নতুন খবরের মধ্যে দিয়েই। রাঁধুনী খোঁজা একটা অজুহাত। আসলে বিদ্যা ফের মন জিততে চাইছেন সিদ্ধার্থের।
তাই এতো রান্না নিয়ে চিন্তা করছেন বিদ্যা। তা হঠাৎ মিষ্টি সর্ম্পকের হলো কি? জানা গেছে, সিদ্ধার্থ নাকি আপাতত মজেছেন নতুন এক নায়িকার সঙ্গে। আর সিদ্ধার্থের সেই কৃতিই নাকি জেনে ফেলেছেন বিদ্যা। এমনকি সিদ্ধার্থকে নজরে রাখতে বিদ্যা বাতিল করেছেন তার নানা বিদেশি সফর।
তবে এখনও পর্যন্ত সোজাসাপটা কাউকে কিছুই জানাননি বিদ্যা বালান। সিদ্ধার্থের সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই মেটাতে চাইছেন দাম্পত্য কলহ।