বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে এক ঘণ্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খণ্ডনাটক 'ক্রাইম ফিকশন'। এই নাটকটি নির্মিত হয়েছে গাজী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় আর নির্মাণ করেছেন চ্যানেলের প্রযোজক তারেক খান।
এ নাটকের শিল্পী ও কলা-কুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী এবং যাদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মতো অভিনয় করছেন। ধারাবাহিক নাটকটি প্রতি বুধবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে।