মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র 'তারকাঁটা' ছবিটি ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী। রাজ জানান, ছাড়পত্র পাওয়া সাপেক্ষে এ মাসের শেষ দিকে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চান তিনি। 'তারকাঁটা' ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ, মিম, ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ। এরই মাঝে 'তারকাঁটা' নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চলচ্চিত্রের দিনবদলে এই ছবিটি ভূমিকা রাখবে বলে ধারণা সবার। তাই ছবির গুণগত মান আরও উন্নত করতে রাজ মুম্বাই গিয়েছেন কিছু কাজ করতে। 'তারকাঁটা' নির্মিত হয়েছে পিং-পং এন্টারটেইনমেন্টর ব্যানারে।